তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ডেলিভারি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বল সরাসরি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যায় কি না, তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লে দেখার পর ফখরকে আউট ঘোষণা করেন। তিনি তখন ১৫ রানে খেলছিলেন। এশিয়া কাপ সুপার ফোরে আবারও ভারতীয়দের কাছে বড় হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান। তবে ম্যাচের শুরুতেই বিতর্ক তৈরি হয় ফখর জামানের আউট নিয়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে মুখ খুলেছেন সে বিষয়টা নিয়ে। আম্পায়ারের সিদ্ধান্তটা নিয়েও কথা বলেছেন তিনি। তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ডেলিভারি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বল সরাসরি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যায় কি না, তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লে...