জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া। অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা। গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। মামলার বিবরণ অনুযায়ী, জুলাই...