স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অপারেটর পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওভেন মেশিন বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীরা ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্কয়ার গ্রুপের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা উপভোগের সুযোগ পাবেন।দেখে নিন স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম:স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডপদের নাম:অপারেটরসপ্তাহে ২ দিন ছুটিসহ ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগবিভাগ:ওভেন মেশিনপদসংখ্যা:নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা:ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স) অথবা এসএসসি/এইচএসসি পাসসহ দীর্ঘ মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।অন্যান্য যোগ্যতা:বেসিক মেকানিক্যাল দক্ষতা ও ট্রাবলশুটিং (Troubleshooting) স্কিল থাকতে হবে। ফুড সেফটি স্ট্যান্ডার্ড ও রেগুলেটরি কমপ্লায়েন্স (HACCP, GMP) সম্পর্কে প্রাধমিক জ্ঞান থাকতে হবে।অভিজ্ঞতা:ওভেন মেশিন অপারেটর বা সমজাতীয় কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।চাকরির ধরন:ফুলটাইমকর্মক্ষেত্র:অফিসেপ্রার্থীর...