মেহেরপুরের গাংনীতে অভিনব কায়দায় মটরসাইকেল করে ফেনসিডিল পাচারকালে ৪৫ বোতল ফেনসিডিলসহ লিপন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার গাংনী উপজেলার ছাতীয়ান ব্রিক ফিল্ড বাজারের তিন রাস্তার মোড় থেকে এই মাদক পাচারকারিকে আটক করে পুলিশ। আটক সাইত্রিশ বছর বয়সি লিপন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা পশ্চিম পাড়ার ফরজ আলীর ছেলে। গাংনী থানা পুলিশের এসআই শিমুল বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাতীয়ান ব্রিক ফিল্ড বাজার দিয়ে এক মাদক কারবারি মাদক পাচার করছে। আমরা এমন সংবাদ শুনে আমরা সিভিল ড্রেসে আগে থেকেই সেখানে অবস্থান করি। পরে ওই সড়ক দিয়ে একটি TVS metro মটরসাইকেল যার নম্বর কুষ্টিয়া হ-১৩২৭৬০ সড়ক দিয়ে যাওয়ার সময় বেরিকেড দিয়ে আটকিয়ে তল্লাশি করে...