রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য, প্রক্টরসহ কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষক কর্মকর্তারা বলেন, হামলাকারীরা শিক্ষার্থী নামধারী সন্ত্রাসী। তাদের এই ক্যাম্পাসে থাকার কোনো এখতিয়ার নেই। হামলাকারীদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে শিক্ষকদের নিরাপত্তাও শঙ্কায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তাঁরা বলেন, কমপ্লিট শাটডাউন ও পাঠদান কর্মসূচি থেকে বিরত থাকবেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর কমপ্লিট শাটডাউন ও পাঠদান কর্মসূচির কারণে সংশয় তৈরি হয়েছে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন হবে কিনা তা নিয়ে। তবে আগামী ২৫ সেপ্টেম্বরেই নির্বাচনের আশা কমিশনের। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা—পোষ্য কোটা...