ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। সকাল পৌনে ছয়টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরুর পর মুষলধারে চলছে সকাল ৭টা পর্যন্ত। এরপর থেমে থেমে সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়। তবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে শুরু হয় রোববার রাত থেকেই। এদিকে বৃষ্টিপাতের সঙ্গে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই ছিল। সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ২৪ তারিখের দিকে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।” বৃষ্টিপাতের কারণে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, জিগাতলা, আসাদগেইটসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়; এতে ভোগান্তিতে পড়েন অফিসগামীযাত্রীসহ পথে বের হওয়া নগরবাসীর অনেকে। সুকান্ত হালদার নামে একজন বেসরকারি চাকরিজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর...