পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ওসমান গণি নামে এক বিএনপি নেতা।রবিবার (২১ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১১ টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকায় গ্ৰাম ভিত্তিক নির্বাচনী সভায় সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এই বিএনপি নেতা।সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী ওসমান গণি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।এর আগে ঐ এলাকার ভোটারদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় টেপ্রীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া।জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা ওসমান গণি বলেন, আমি দীর্ঘদিন...