হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভাই-ভাবির হামলায় সফিক মিয়া (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘরগাও খামারপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সফিক মিয়ার সঙ্গে তার ভাই ও ভাবির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সফিক মিয়ার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে...