ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।দামেস্ক থেকে জানানো হয়, প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শারা নিউইয়র্ক যাচ্ছেন। খবর এএফপি।প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে।সেই শারা এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।নিউজজি/এস আর ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।দামেস্ক থেকে জানানো হয়, প্রেসিডেন্ট কার্যালয়ের...