২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন রাগাসা। বহু বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এই সুপার টাইফুনের তাণ্ডবের আগে বেশ সতর্ক অঞ্চলটি। আর এরই অংশ হিসেবে রাগাসার প্রভাব মোকাবিলায় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। টাইফুন আতঙ্কে মঙ্গলবার রাত থেকে ৩৬ ঘণ্টার জন্য সব যাত্রীবাহী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যা থেকে ৩৬ ঘণ্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখবে বলে জানিয়েছে কান্তাস এয়ারওয়েজ। এশিয়ার অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র এই অঞ্চলটি বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুনের আঘাতের প্রস্তুতি নিচ্ছে। কান্তাসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রাত ৮টা...