ঢাকা: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। রাজধানী লিমায় জেন-জি তরুণদের আহ্বানে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাধীন সংগঠনগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।জেন-জি তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ বিভিন্ন গোষ্ঠীও একাত্মতা প্রকাশ করে। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ও সংসদের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। প্রথমে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।পেরুর জাতীয় সাংবাদিক...