ইমা এলিস, নিউ ইয়র্ক:নিউইয়র্কের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পরিকল্পনা করেছিল প্রবাসী নাজমুল আহসান ও তার ছেলে নাঈম আহসান। ১২ বছর আগে সংঘটিত উক্ত ঘটনায় এখনো নানা বিড়ম্বনায় ভুগছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। নকল কেলেঙ্কারির তদন্তের মধ্যে পদত্যাগ করেন স্টাইভেসান্ট হাই স্কুলের অধ্যক্ষ স্ট্যানলি টেইটেল। ২০১২ সালে স্টাইভেসান্ট হাই স্কুলের ১০০ শিক্ষার্থীকে নকল করতে সাহায্য করায় স্কুল থেকে বদলি করা হয় সাংবাদিক নামধারী নাজমুল আহসানের ছেলে নাঈম আহসানকে। স্টাইভেসান্ট হাই স্কুলের পরীক্ষায় নকলকারী ছাত্র স্টাই প্রতারক নাঈম আহসান প্রায় ১০০ শিক্ষার্থীকে গত মাসের রিজেন্টস পরীক্ষায় নকল করতে সাহায্য করেছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। তবে এর পেছনে কারণ ছিল বলে ভুয়া দাবি করেন তার বাবা নাজমুল আহসান। তবে নাঈম আহসানের বাবা নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ব্যক্তিগত জীবনের চাপের কারণে সে নকল করতে...