ফিলিপাইনের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইফুনটি দেশটির বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। ফিলিপাইনে এ ঝড়কে ‘নান্দো’ নামে ডাকা হচ্ছে। রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ১৮৫ কিলোমিটার। দমকা হাওয়ায় এ গতি বেড়ে ২৩০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হাউলিয়েন এলাকা...