ফিলিপাইনে ধেঁয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন এলাকায় টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড় আঘাত হানায় ১০ হাজারের বেশি মানুষকে বিভিন্ন স্কুল এবং আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপির। টাইফুনটি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনের দিকে অগ্রসর হচ্ছে এবং দুপুরের দিকে ফিলিপাইনের বাবুয়ান দ্বীপপুঞ্জে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই কম জনবসতিপূর্ণ দ্বীপগুলো তাইওয়ান থেকে প্রায় ৭৪০ কিলোমিটার (৪৬০ মাইল) দক্ষিণে অবস্থিত। সেখানে ছোট পরিসরে জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ২১৫ কিলোমিটার থেকে ২৬৫ কিলোমিটারে পৌঁছেছে। উত্তর কাগায়ান প্রদেশের কোস্টাল শহর আপার্রির বাসিন্দা তিরসো টুগাগাও বলেন, প্রচণ্ড বাতাসে আমার ঘুম ভেঙে যায়। জানালায় তীব্র শব্দ হচ্ছিল যেন কোনো...