উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে আজ সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দ্রুত পানি নিষ্কাশনের জন্য জোর তৎপরতা শুরু করেছে। ডিএসসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা এবং ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে, গ্রীন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড এবং ধানমণ্ডির মতো গুরুত্বপূর্ণ এলাকার পানি অনেকটাই নেমে গেছে। তবে কিছু কিছু জায়গায় পানি নিষ্কাশন এখনো ধীরগতিতে হচ্ছে। এর কারণ হলো, পানি বের হওয়ার পথ বা আউটলেট এবং সংলগ্ন খাল ও নদীর পানির স্তর প্রায় একই পর্যায়ে রয়েছে। এই সমস্যা সমাধানে, ডিএসসিসি এসব এলাকায় পোর্টেবল পাম্পের সাহায্যে দ্রুত পানি সরানোর...