মার্কিন সেনাবাহিনীতে এক বছরের বেশি সময় ধরে দাঁড়ি না কামানো সদস্যদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেনাবাহিনীর প্রচলিত মানদণ্ড অনুযায়ী, সকল সেনা সদস্যকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ক্লিন শেভড থাকতে হবে বলে নতুন এ নীতিমালায় উল্লেখ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি মেমোতে এই নীতিমালার কথা জানানো হয়। তবে শুধুমাত্র ‘পিএফবি’ বা সিউডোফোলিকিউলিটিস বারবেয়ি নামক চর্মরোগে আক্রান্ত সেনা সদস্যরা এই নিয়ম থেকে রেহাই পাবেন। এ রোগে শেভ করলে দাঁড়ি ত্বকের নিচে জট পাকিয়ে গিয়ে ত্বকে ব্যথা ও অস্বস্তি সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, এই রোগ যে কারও হতে পারে তবে কৃষ্ণাঙ্গদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। নতুন নিয়ম অনুসারে, চিকিৎসাগত কারণ ছাড়া কোনো সেনা সদস্য এক বছর দাঁড়ি রাখলে তাকে সেনাবাহিনী থেকে বের...