ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। গতকাল রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল এ তথ্য জানান। জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির একটি মৌলিক, স্থায়ী ও মূল ভিত্তির বাস্তবায়ন। র্যাঞ্জেল আরও বলেন, ‘ন্যায়সংগত ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে পর্তুগাল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানাচ্ছে...এখন যুদ্ধবিরতি জরুরি।’ গাজা বা গাজার বাইরে কোথাও হামাসের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকা উচিত নয় বলেও যোগ করেন তিনি। একই সঙ্গে তিনি গাজায় সব জিম্মির মুক্তির দাবি জানান। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেই গাজায় যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটি মুছে দেওয়া যায় না বলেও মনে করেন র্যাঞ্জেল। তিনি গাজায় চলমান দুর্ভিক্ষ, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দা জানান। পর্তুগালের...