ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এ বছরও হতে যাচ্ছে জমকালো আয়োজনে। ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দিতে আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) ফ্রান্সের প্যারিসে থিয়েত্র দু শাতেলে অনুষ্ঠিত হবে ৬৯তম আসর। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে অনুষ্ঠান। ইতিহাসে সর্বাধিক ৮ বার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাঁচবারের জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বাধিক ১৮ বার মনোনীত হয়েছেন। তবে এবারের আসরে নেই এই দুই কিংবদন্তির নাম। ফলে ২০২৫ আসরেই হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। এই আসরে ৩২ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে রয়েছেন জুড বেলিংহাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, রবার্ট লেওয়ানডস্কি, ভিনিসিয়ুস জুনিয়রসহ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তারকারা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উসমান দেম্বেলে। ফরাসি...