স্পোর্টস ডেস্ক: ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করল ভারত। রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। অভিষেক ৩৯ বলে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তুলে পাকিস্তান। জুটিতে ৩ চারে ৯ বলে ১৫ রান করে ভারতের পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হন ওপেনার ফখর জামান। জামান ফেরার পর ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে রানের চাকা সচল রাখেন ফারহান ও সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে সাইমের সাথে ৪৯ বলে ৭২ রান যোগ করার পথে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান। ১১তম ওভারে প্রথম বোলিং করতে এসে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন...