ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এবছরও হতে যাচ্ছে জমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসের থিয়েত্র দু শাতেলে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম আসরের অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে।ফুটবলে লম্বা সময় ব্যালন ডি’অর জয়ীর দৌড়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর ইতিহাসে সর্বাধিক ৮ বার এই পুরস্কার জিতেছেন মেসি। পাঁচবারের জয়ী রোনালদো সর্বাধিক ১৮ বার মনোনীত হয়েছেন। তবে ফুটবলের এই দুই মহাতারকার নাম নেই এবারের আসরে।এই আসরে ৩২ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জুড বেলিংহাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেফানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা রয়েছেন। তবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দুজন।ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল...