চলতি বছরের জুলাই-আগস্টে (দুই মাস) মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। আল-আমিন শেখ বলেন, চলতি বছরের আগস্টে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের আগস্টে এই খাতে আদায় ছিল আট হাজার ২৮৩ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসেবে স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধি ৩৩ দশমিক ৮৩ শতাংশ। আয়কর ও ভ্রমণ কর খাতে চলতি বছরের আগস্টে রাজস্ব আদায় হয়েছে আট হাজার ৪৪২ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ছয় হাজার ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আয়কর ও ভ্রমণ কর আদায়ের প্রবৃদ্ধির হার ২৪...