এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই ভক্তদের কাছে রোমাঞ্চের প্রতীক। তবে সাম্প্রতিক সময়ে চিত্রটা বদলে গেছে।ভারত যেখানে ধারাবাহিক সাফল্যে এগিয়ে যাচ্ছে, সেখানে পাকিস্তান বারবার হোঁচট খাচ্ছে। ফলে একসময়কার সমান তালে চলা প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই একপেশে হয়ে উঠেছে। চলমান এশিয়া কাপে দুই দফায় মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বীরা, আর দুইবারই জয় আসে ভারতের ঘরে। গ্রুপ পর্বে একপেশে জয়ের পর সুপার ফোরেও নিজেদের আধিপত্য ধরে রাখে সূর্যকুমার যাদবের দল। গতকাল সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে প্রথমে নেমে কয়েক দফা ধাক্কা খেলেও সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৫৮ রানে ভর করে ১৭১ রান তুলেছিল সালমান আলি আগার দল। কিন্তু সেই সংগ্রহ ভারতের বিপক্ষে যথেষ্ট হয়নি। রান তাড়ায় নেমে ঝড়ো শুরু করে ভারত। অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সূচনা করেন। তার সঙ্গে শুভমান গিল মিলে...