২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রশাসনের অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় সার বহনকারী চট্টমেট্রো ট-১১-৭৮৪৭ নম্বরের একটি ট্রাকও জব্দ করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোটবাজার স্টেশনের ভালুকিয়া রোডে জাহেদ এন্ড ব্রাদার্স নামে একটি সার ডিলারের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার জানান, জব্দকৃত সারের মধ্যে রয়েছে সাড়ে ১৪ টন টিএসপি (কালো সার) ও ৪ টন এমওপি (লাল সার)। এসব সারের কোনো বৈধ কাগজপত্র ডিলার দেখাতে পারেনি। জব্দকৃত সারগুলো সরকারি সংস্থা বিএডিসি উৎপাদিত বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ বেনজির ইকবাল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ...