২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম ইউএস-বাংলা এয়ারলাইন্স এক অনন্য রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ এর অধিক ট্রাভেল এজেন্টকে নিয়ে মালদ্বীপে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এ আয়োজন বিশ্বে নজিরবিহীন এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে নানা সময়ে সামিট আয়োজন করলেও নির্দিষ্ট কোনো এয়ারলাইন্সের উদ্যোগে একটি দেশ থেকে এত সংখ্যক এজেন্টকে অন্য দেশে নিয়ে সম্মেলনের আয়োজন আগে কখনও হয়নি। ইউএস-বাংলা সেই রেকর্ড গড়ে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরল। দেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ট্রাভেল এজেন্টরা ১৯ সেপ্টেম্বর দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ঢাকা থেকে যাত্রা করে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক...