২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক প্রকল্পে ৭০ শতাংশ অর্জন না হওয়ায় বিভাগীয় তদন্তের মুখোমুখি হতে হচ্ছে কয়েকজন প্রকল্প পরিচালককে। এই প্রকল্প গুলো হলো প্রাণিসম্পদ অধিদপ্তরের অধিনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ সক্ষমতা জোরদার করণ প্রকল্প এবং মৎস্য অধিদপ্তরের আওতাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প। প্রকল্প বাস্তবায়নে অদক্ষতার জন্য গত ৮ জুলাই প্রকল্প পরিচালকগণকে কারণ দর্শানোর নোটিশ দেয় সাবেক সচিব (রুটিন দায়িত্ব) মো: তোফাজ্জল হোসেন। নোটিশে বলা হয়, প্রকল্প সমূহের হিসেবে গত ৩০ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প বাস্তবায়নে আর্থিক অগ্রগতির যে তথ্য প্রদান করেছেন তা মোটেই সন্তোষজনক নয়। মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন সময় প্রদত্ত...