এরপর শুক্রবার সকালে ঢাকার ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখেন হানিয়া। সঙ্গী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রাফসানের সঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়ি খাচ্ছেন হানিয়া, মাটির কাপে দুধ চা উপভোগ করছেন। এমনকি একসঙ্গে রিকশায় চড়েও ঢাকার পথঘাট ঘুরে দেখেছেন তারা।সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই তারকা। সফর শেষে তিনি স্বীকার করেন—বাংলাদেশের উষ্ণ...