রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত শুধু রাজধানী ঢাকাতেই ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার। এরপর সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সাংবাদিকদের জানান, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আজ সারা দিন থেমে...