ব্যালন ডি’অরের অনুষ্ঠানটা হয় ফ্রান্সের মাটিতে। আরেকটু পরিষ্কার করে বললে প্যারিসেরই অপেরা হাউজ থিয়াত্র দু শাতেলেতে। নিজ শহরে এই অনুষ্ঠান হচ্ছে, তাতে একাধিক পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে পিএসজির খেলোয়াড়, কোচেদের। সেই অনুষ্ঠানে কি না পিএসজির কেউই হাজির হবে না! এই চাঞ্চল্যকর খবরে নড়েচড়ে বসেছে গোটা ইউরোপীয় ফুটবল পরিমণ্ডল। গত মৌসুমে ট্রেবল জেতা পিএসজির মোট নয়জন খেলোয়াড়কে এ বছরের ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তালিকায় আছেন উসমান দেম্বেলে, দেজ্যেরে দুয়ে, আশরাফ হাকিমি, খভিচা কভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ ও ভিতিনিয়া। গত মৌসুমে থাকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বর্তমানে ম্যানচেস্টার সিটিতে হলেও তার নামও মনোনীতদের মধ্যে আছে। সবচেয়ে আলোচনায় আছেন দেম্বেলে। দুর্দান্ত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। তাই তিনিই এবার পুরস্কারের ফেভারিট বলে ধরা...