প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আর্সেনাল-ম্যানচেস্টার সিটি। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের ৯ম মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। তবে যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে সমতা ফেরায় আর্সেনাল। তাতে উত্তাপ ছড়ানো ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় আর্সেনালের খেলার কৌশল। স্কোরলাইনে সমতা থাকলেও মাঠের খেলার পুরো নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের হাতে। বল দখল কিংবা আক্রমণ- দুই জায়গাতেই ছড়ি ঘুরিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। গার্দিওলার সামনে গতকাল যেন বড় গার্দিওলা রূপে হাজির হয়েছিলেন আর্তেতা। আর্তেতাকে 'গার্দিওলার চেয়েও বড় গার্দিওলা' বলা হচ্ছে কেন? ২০০৮ সালে বার্সেলোনার ‘বি’ দল থেকে যখন মূল দলের কোচের দায়িত্ব পান, তখন থেকেই দলকে নিজস্ব কৌশলে খেলিয়ে আলোচনায় আসেন গার্দিওলা। ম্যাচের ফল যা-ই হোক, বল পজেশনে দাপট দেখিয়ে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ত গার্দিওলার...