সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তুলে দেয় তারা। ফেরত আসাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।আরো পড়ুন:বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাইসাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, “গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে হস্তান্তর করা ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার...