যাক, এবার তবু ভারতের বিপক্ষে ‘কিছুটা’ প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে পাকিস্তান! এর আগে গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সে ম্যাচে পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন সুরিয়াকুমার ইয়াদাভরা। পাকিস্তানকে ১২৭ রানে আটকে দিয়ে ইনিংসের ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতেছিল ভারত। সে তুলনায় গতকাল রোববার সুপার ফোরের ম্যাচে জয় পেতে ভারতকে কিছুটা বেগ পেতে হয়েছে! আগে ব্যাটিং করে পাকিস্তান ১৭১ রান তুলেছিল। ভারত সে রান টপকে গেছে ইনিংসের ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে। গতকাল ম্যাচ শেষে ভারত অধিনায়ক সুরিয়াকুমারের কাছে প্রশ্ন গিয়েছিল, আগের ম্যাচের চেয়ে পাকিস্তান কিছুটা ভালো খেলেছে কিনা। এমন প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক জানিয়েছেন, ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যেন আর কোনো প্রশ্ন করা না হয়। কারণ এ দুদলের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পান না তিনি।...