২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম অর্থোপেডিক চিকিৎসায় বড় ধরনের সাফল্যের কথা জানিয়েছেন চীনা গবেষকেরা। তারা তৈরি করেছেন বিশেষ এক ধরনের চিকিৎসা-উপযোগী আঠা, যা মাত্র তিন মিনিটের মধ্যেই ভাঙা বা চূর্ণবিচূর্ণ হাড় জোড়া দিতে সক্ষম। ‘বোন-০২’ নামের এই আঠা শরীরে জৈব উপায়ে শোষিত হয়, ফলে ধাতব প্লেট বা স্ক্রুর মতো ইমপ্ল্যান্ট ব্যবহারের প্রয়োজন পড়ে না এবং দ্বিতীয়বার অস্ত্রোপচারের ঝুঁকিও কমে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে ১৩ সেপ্টেম্বর (শনিবার) এ তথ্য প্রকাশিত হয়। ঝেজিয়াং প্রদেশের একটি গবেষকদল এ উদ্ভাবনের নেতৃত্ব দেয়। স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন ডা. লিন শিয়েনফেং জানান, সমুদ্রের ঝিনুক যেভাবে শক্তভাবে পাথরের সঙ্গে লেগে থাকে, সেই প্রাকৃতিক কৌশল থেকেই ‘বোন-০২’-এর ধারণা নেওয়া হয়েছে। লক্ষ্য ছিল এমন একটি আঠা তৈরি...