ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আটবার ফাইনালে উঠে সাতবারই হারলো গায়ানা এমাজন ওয়ারিয়র্স। আজ (সোমবার) প্রভিডেন্সে তাদের ৩ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের ত্রিনবাগো নাইট রাইডার্স। এই জয়ে নাইট রাইডার্স তাদের পাঁচ বছরের ট্রফি খরাই শুধু ঘোচায়নি, ত্রিনিদাদের বাইরে জিতেছে প্রথম শিরোপা। ম্যাচসেরা হয়েছেন দলটির আকিল হোসেন, টুর্নামেন্টসেরা ত্রিনবাগোরই কাইরন পোলার্ড। ফাইনালে টসভাগ্য ছিল গায়ানার পক্ষে, প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল ইমরান তাহিরের দল। কিন্তু ৮ উইকেটে ১৩০ রানেই আটকে যায় গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান (২৭ বলে) করেন ইফতিখার আহমেদ। এছাড়া বেন ম্যাকডরমেট ১৭ বলে ২৮, ডোয়াইন প্রিটোরিয়াস করেন ১৮ বলে ২৫ রান। মিডল অর্ডারে শাই হোপ, মঈন আলি, সিমরন হেটমায়াররা দাঁড়াতে পারেননি। সৌরভ নেত্রাভাকার ২৫ রানে ৩টি এবং আকিল হোসেন ২৬ রানে শিকার করেন ২...