বরিশালে দুই দিনের টানা বৃষ্টির কারণে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ১৫-২০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে। তবে দাম কমালেও বৃষ্টির কারণে তুলনামূলক ক্রেতা কম বল জানিয়েছেন পাইকারি বাজারের বিক্রেতারা। সোমবার (২২ সেপ্টেম্বর) বরিশালের একমাত্র পাইকারি সবজির বাজার, বাংলাবাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে ২৫-৩০ টাকা বিক্রি হলেও দুদিন ধরে ২০-২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কাঁচামরিচ গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হলেও দুদিন ধরে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, বরবটি গত সপ্তাহে কেজি ৩০ টাকা ছিল এখন ২০ টাকা, করল্লা ৪০ টাকা থেকে কমে ৩০-৩৫ বিক্রি হচ্ছে, পটোল ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের চেয়ে কম দামে...