লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় তিন মার্কিন শিশু ও তাদের বাবাসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় এক হিজবুল্লাহ সদস্যও নিহত হন বলে দাবি করেছে ইসরায়েল। রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালায় ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েলি হামলা দেশের দক্ষিণে আমাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দেয়। দেশটির রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) খবরে বলা হয়, হামলায় একটি মোটরসাইকেল এবং একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ৫ জন নিহতের পাশাপাশি আহত হন দুইজন। লেবাননের সংসদের স্পিকার নাবিহ...