ভোরের আলো ফোটার আগেই ঢাকার আকাশ ঢেকে যায় কালো মেঘে। তারপর ধীরে ধীরে শুরু হয় টুপটাপ বৃষ্টি। শহরের ব্যস্ত মানুষগুলো হয়তো এক মুহূর্ত থমকে যায়, কিন্তু থেমে থাকে না তাদের জীবন। বৃষ্টির ফোঁটা যেন একদিকে শীতল প্রশান্তি দেয়, অন্যদিকে কর্মজীবী মানুষের মুখে আনে নতুন এক সংগ্রামের ছাপ। ছবি: মাহবুব আলম আজ রামপুরার রাস্তায় দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। কেউ অফিসে ছুটছে ছাতা মাথায়, কারও হাতে ভিজে কাগজপত্র, কেউ আবার রিকশায় বসে জানালার বাইরে তাকিয়ে আছে। পথজুড়ে বৃষ্টির জল, যানজট আর মানুষের ব্যস্ত পদচারণা-সব মিলিয়ে ঢাকা যেন ভোর থেকেই জীবনের আরেকটা কাব্য রচনা করছে। বৃষ্টিকে অনেকে ভালোবাসে, আবার অনেকে মনে করে ঝামেলার। কিন্তু কর্মজীবী মানুষের কাছে বৃষ্টি মানে কেবল ভেজা রাস্তা নয়, তার সঙ্গে জড়িত থাকে সময়মতো কর্মস্থলে পৌঁছানো, পরিবারের দায়িত্ব...