একসময় ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই ছিল আগুনে লড়াই। দ্বিপক্ষীয় সিরিজে বড় একটা সময় ধরে এগিয়ে ছিল পাকিস্তান। সময় পাল্টেছে, পরিবর্তন হয়েছে দুদলের পারফরম্যান্সও। অতীত গৌরব হারিয়ে পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে তাদের টানা ষষ্ঠবারের মতো হারিয়ে সেকথাই যেন মনে করিয়ে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। ‘আগের ম্যাচের চেয়ে পাকিস্তান এবার অন্তত একটু ভালো খেলেছে’ -এমন একটি প্রশ্ন ছুটে গিয়েছিল সূর্যকুমারের দিকে। জবাবে ভারত অধিনায়ক সবার জন্য দেন একটি পরামর্শ, ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন যেন আর না তোলা হয়। কারণ, এই লড়াইয়ে কোন প্রতিদ্বন্দ্বিতাই খুঁজে পান না তিনি। সূর্যকুমারের...