নিজস্ব প্রতিবেদক : ইসলামে পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত এবং নারীদের হায়েজ-নেফাসের পর গোসল করা ফরজ। এই অবস্থায় যত দ্রুত সম্ভব গোসল করে পবিত্র হওয়া আবশ্যক। আল্লাহ তায়ালা বলেন,“সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।” (সুরা তাওবা: ১০৮) গোসল ফরজ অবস্থায় নারী-পুরুষ উভয়ের জন্য যে ৫টি কাজ নিষিদ্ধ তা হলো: আল্লাহ তায়ালা বলেন,“হে ইমানদাররা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করো না, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারো তোমরা কী বলছো। তাছাড়া বড় নাপাকি হয়ে গেলে গোসল না করে সালাত আদায় করো না।” (সুরা নিসা: ৪৩) অপবিত্র শরীরে কোরআন স্পর্শ করা নিষেধ। আল্লাহ বলেন,“যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না।” (সুরা ওয়াকিয়া: ৭৯) হজরত আলী (রা.) বর্ণনা...