নারায়ণগঞ্জ থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র ও নির্বাচনি কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, স্টেডিয়াম এলাকায় আমি একটি স-মিল করছি। বর্তমানে সেটির কাজ চলছে। আমি সেখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি। এর মধ্যে গতকাল সন্ধ্যার দিকে কিছু লোক ওই স্থানে একটি সাদা গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমরা কয়েকজন সেখানে গিয়ে বস্তা ভর্তি এনআইডি কার্ড দেখতে পাই এবং পুলিশে খবর দিই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম...