২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম বলিউডের ক্লাসিক সিনেমা ‘উমরাও জান’-এ নবাবি লখনউয়ের এক তাওয়াইফের চরিত্রে রেখার অনবদ্য উপস্থিতি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। কিন্তু অনেকেই জানেন না, ‘ইন আঁখো কি মস্তি’ গানে যে শাড়ি পরে মুগ্ধতা ছড়িয়েছিলেন রেখা, সেটি ছিল বাংলাদেশের ঢাকাই জামদানি! এই তথ্য নতুন করে আবিষ্কার করলেন ভারতের রাজধানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। দিল্লিতে জামদানির একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করতে গিয়ে তিনি যখন 'উমরাও জান'-এর প্রখ্যাত নির্মাতা মুজফফর আলির সঙ্গে যোগাযোগ করেন, প্রস্তাব শুনেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন বর্ষীয়ান পরিচালক। "আমি তো রেখাকে জামদানি পরিয়েছিলাম উমরাওজানে, জামদানি নিয়ে দিল্লিতে অনুষ্ঠান হলে আমি যাব না?" — বলেই অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন মুজফফর আলি। কথামতো তিনি উপস্থিতও হয়েছেন। ২০২৫ সালের শুরুতে 'উমরাও জান' ছবির...