নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে এক ধরনের ‘সুনির্দিষ্ট কৌশল’ ব্যবহার করে কিছু কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে দ্রুত বাড়তে দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে কিছু শেয়ারের দাম দ্বিগুণও হয়েছে। মূলত কিছু কোম্পানি সংশ্লিষ্ট সুবিধাভোগীরা মিলে অবৈধভাবে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে লাভ করছে। এতে তারা ‘আঙুল ফুলে কলাগাছ’ হলেও সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেক বিনিয়োগকারী মাত্র কয়েক মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, আর বিপরীতে কোটি কোটি টাকার লোকসান সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের অভিযোগ, শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের চোখে ধুলো দিয়ে নিয়মিত প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা তথ্য গোপন করে কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়িয়ে অবৈধ সুবিধা নিচ্ছে। কিছু ক্ষেত্রে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরাও শেয়ারের দাম বাড়িয়ে...