আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী ও দুইবারের কোপা আমেরিকা জয়ী কোচ লিওনেল স্কালোনি এবার নিজের ভেতরের ভয় এবং দুর্বলতার কথা খোলাখুলি স্বীকার করেছেন। সাংবাদিক ডিয়েগো বোরিনস্কি রচিত স্কালোনির জীবনী থেকে জানা যায়, সাফল্যের পাহাড়ে দাঁড়িয়ে থেকেও তিনি আতঙ্ক আর মানসিক চাপের সঙ্গে লড়াই করেছেন এবং করছেন। স্কালোনির ভাষায়, ‘হ্যাঁ, আমার হয়েছে (প্যানিক অ্যাটাক)। জানি না একে প্যানিক অ্যাটাক বলব কি না, কারণ আমার সাইকোলজিস্টও নিশ্চিত করে বলতে পারেননি। কোপা আমেরিকার আগে তাকে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম— “এই আতঙ্ক কি আমার খুব কম পরাজয়ের অভিজ্ঞতার কারণে হচ্ছে, নাকি সামনে আর জিততে না পারার ভয় থেকে?” তখন তিনি বলেছিলেন, “তুমি এতকিছু জিতেছ যে, এখন তোমার কাছে এটাকে ধরে রাখা বা নিজেকে ছাড়িয়ে যাওয়া ভয়ানক কঠিন মনে হচ্ছে।’ অখ্যাত এক কোচ থেকে স্কালোনি এখন...