মালদ্বীপে তিনদিনব্যাপী ঐতিহাসিক মিলনমেলা আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’-এ বাংলাদেশ থেকে ৩০০-এর বেশি ট্রাভেল এজেন্ট অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে এমন কোনো এয়ারলাইন্স আগে এক দেশ থেকে অন্য দেশে এই সংখ্যক এজেন্ট নিয়ে সম্মেলন বা সামিট আয়োজন করেনি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন শহর থেকে আগত এজেন্টরা মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অংশগ্রহণ করেছেন। ১৯ সেপ্টেম্বর দু’টি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সামিটের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে পারফরমেন্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করা হয় এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।...