ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।বিশ্লেষকদের মতে, মূলত প্রতিপক্ষদের বিচারের মুখোমুখি করে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এ পদক্ষেপ নিচ্ছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। তার এমন পদক্ষেপকে ‘একনায়কতান্ত্রিক মনোভাবের প্রতিফলন’ হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে ডেমোক্র্যাট শিবির। তারা বলছে, আইনের অপব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন ট্রাম্প, যা গণতান্ত্রিক রীতিনীতি ও প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ।সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর বিবিসি।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মকভাবে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বন্ডিকে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, “আমরা আর দেরি করতে পারি...