ভারত-পাকিস্তান ম্যাচ কেবল ব্যাট-বলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে না। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও মাঠের বাইরে নানা কাণ্ড ছিল আলোচনায়। সুপার ফোরেও একই অবস্থা। মাঠের বাইরের কাণ্ডে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।পাকিস্তানের ফিল্ডিংয়ের সময় হাতের ইশারায় ভারতকে যেন মনে করিয়ে দিয়েছেন ‘রাফাল দুঃস্বপ্নের’ কথা। ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তিনি। সেখানে কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উসকানি দিচ্ছিল রউফকে।সেই সমর্থকদের উসকানির জবাবে হারিস রউফ আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। বিষয়টি যে পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ সম্পর্কিত তা বোঝাই যাচ্ছিল। সেই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে বেশ কয়েকটি ছিল আবার ফরাসি রাফাল।হারিস রউফের এমন কাণ্ডের ভিডিও সামাজিক...