এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে রবিবার ৬ উইকেটের দাপুটে জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। ১৭২ রানের লক্ষ্য ১৮.৫ ওভারেই ছুঁয়ে ফেলে ভারত। ওপেনার অভিষেক শর্মা খেলেন ৭৪ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে শুবমান গিলের উদ্বোধনী জুটি মাত্র ৯.৫ ওভারে যোগ করে ১০৫ রান। পাকিস্তান আগে ব্যাট করে ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৭১। ওপেনার শাহেবজাদা ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন। তবে ৯.৩ ওভারে ৯৩-১ থেকে পাকিস্তান শেষ পর্যন্ত প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ হয়। অবশ্য দুই ম্যাচে যেভাবে ভারত আধিপত্য দেখিয়েছে তাতে অতীতের সেই দ্বৈরথের ঝাঁজ এখন আর পাওয়া যাচ্ছে না। লড়াইটা হচ্ছে একপেশে। তাই ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, এটি আর...