বাংলাদেশের সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে কাজ করে। প্রতিদিন কোটি কোটি মানুষ এবং হাজার হাজার টন পণ্য সড়কপথে পরিবাহিত হয়। কিন্তু এই বিশাল খাতকে নিয়ন্ত্রণ ও উন্নয়নের দায়িত্ব পালন করছে যে প্রতিষ্ঠানটি, তা হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা, নিরাপদ যানবাহন নিশ্চিতকরণ এবং আধুনিক সেবা প্রদানের মাধ্যমে বিআরটিএ দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মোটরযান নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদানবিআরটিএ’র অন্যতম প্রধান দায়িত্ব হলো মোটরযান নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদান। দেশে নতুন যানবাহন বাজারে আসার আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয় বিআরটিএ’র মাধ্যমে। পাশাপাশি, পুরোনো যানবাহনের জন্য নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হয়। ফিটনেস সনদ নবায়নের মাধ্যমে নিশ্চিত করা হয় যে সড়কে চলাচলকারী যানবাহনগুলো যান্ত্রিকভাবে নিরাপদ এবং পরিবেশবান্ধব। সড়কে আনফিট...