স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল মাঠের বাইরেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন। নাটোরের নলডাঙ্গা হালতিবিল ও বারনই নদীর পাশে পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে সম্পূর্ণ নিজের খরচে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন তামিম। অজপাড়াগাঁয়ের এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজের জন্য ভোগান্তি পোহাচ্ছিলেন। কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো। ঠিক তখনই তামিম ইকবাল নিজের উদ্যোগে এগিয়ে আসেন। এই মহৎ উদ্যোগে তামিমের পাশে এসে দাঁড়ান জাতীয় ক্রিকেট দলের সতীর্থ তাইজুল ইসলাম। চার বছর আগেই তাইজুলের সঙ্গে এই ইচ্ছার কথা শেয়ার করেছিলেন তামিম। এরপর তাইজুল তার বাবার মাধ্যমে এমন একটি গ্রামের খোঁজ করেন, যেখানে সত্যিই মসজিদের প্রয়োজন ছিল প্রবল। শেষ পর্যন্ত হাঁপানিয়া গ্রামকেই বেছে নেওয়া হয়। শুরুতে...