বরগুনায় ডেঙ্গু আক্রান্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আতঙ্কে দিন পার করছেন এখানকার মানুষ। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিদ্দিক মোল্লা (৪৫) ও ডেঙ্গু উপসর্গ নিয়ে নূরজাহান বেগম (৭৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত সিদ্দিক মোল্লা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা নামক এলাকার নাসির মোল্লার ছেলে। অন্যজন নূরজাহান বেগম পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী। সোমবার (২২ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। আমতলী ১, তালতলী ৫, বেতাগী ১, বামনা ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭...