বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দীর্ঘ কয়েক দশকে অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন এ সুপার স্টার। শিল্পা শেঠি থেকে শুরু করে রবিনা ট্যান্ডন, কারিনা কাপুর খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয়ের বিপরীতে অভিনীত নায়িকার নামের তালিকা বেশ লম্বা। শুধু সহ অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তা নয়, একাধিকবার একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কও জড়িয়েছেন অক্ষয়। কিন্তু আপনি কি জানেন অক্ষয় কুমারের পছন্দের নায়িকার কে? সম্প্রতি অক্ষয়কে তার প্রিয় নায়িকার নাম জিজ্ঞাসা করায় তিনি যার নাম বললেন তা শুনলে অবাক হতে হবে। অক্ষয় বলেন, আমার পছন্দের নায়িকা হলেন ক্যাটরিনা কাইফ। যদিও আমি প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছি। এখনো পর্যন্ত ক্যাটরিনার সঙ্গে আটটি সিনেমায় অভিনয় করেছেন অক্ষয়। ২০০৬ সালে ‘হামকো দিওয়ানা কার গ্যায়ে’, ২০০৭ সালে ‘নমস্তে লন্ডন’, ২০০৭ সালে ‘ওয়েলকাম’, ২০০৮ সালে...